ভেনেজুয়েলা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে লিওনেল মেসির প্রসঙ্গে কেঁদে ফেলেছিলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। একে তো জাতীয় দলে তাঁর সাবেক সতীর্থ, কোচ হওয়ার পর স্কালোনির সব সাফল্যের পুরোধা তো মেসিই।
সেই মেসি দেশের মাটিতে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলবেন—এমন আবহে আবেগ দমিয়ে রাখাটা কষ্টকর ছিল স্কালোনির জন্য। আজ সকালে স্কালোনি সেই আবেগের ভেতর দিয়েই গেলেন। ডাগআউটে দাঁড়িয়ে মেসিকে খেলতে দেখলেন, আর্জেন্টিনার মাটিতে তাঁর শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ। মেসির জোড়া গোলে ভেনেজুয়েলার বিপক্ষে ৩–০ গোলে জয়ের পর সংবাদ সম্মেলনে তাঁকে নিয়ে কথা বলেন স্কালোনি।