সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে টি-২০ ফরম্যাটের এশিয়া কাপ। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ১১ সেপ্টেম্বর হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
এশিয়া কাপে অংশ নিতে রোববার দেশ ছাড়বে বাংলাদেশ দলের ক্রিকেটার ও কোচিং স্টাফরা। বিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার সকাল ১০টা ১৫ মিনিটে প্রথম গ্রুপ আমিরাতের উদ্দেশে রওনা দেবে। আরেকটি গ্রুপ সন্ধ্যা সাড়ে ৭টায় দেশ ছাড়বে। সেখানে গিয়ে শুরু হবে লিটন দাসের নেতৃত্বাধীন দলের কন্ডিশন মানিয়ে নেওয়ার লড়াই ও প্রস্তুতি।
এবারের এশিয়া কাপ আয়োজনের দায়িত্বে আছে ভারত। তবে পাকিস্তান ভারত সফরে রাজি না হওয়ায় টুর্নামেন্টটি সরিয়ে নিরপেক্ষ ভেন্যু হিসেবে নেয়া হয়েছে আরব আমিরাতে। একসময় গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে শঙ্কা থাকলেও সেটি কেটে গেছে।
বাংলাদেশ দলের জন্য এশিয়া কাপের চ্যালেঞ্জ হবে গ্রুপ পর্ব পেরিয়ে সুপার ফোরে পৌঁছানো। টানা তিনটি টি-২০ সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসী লিটনরা গ্রুপ পর্বে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের। অর্থাৎ সুপার ফোরে উঠতে হলে এই দুই দলের অন্তত একটিকে বিদায় করতে হবে টাইগারদের।