পাঞ্জাবের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের দায়িত্ব নিলেন শাহরুখ খান
ভয়াবহ বন্যায় পাঞ্জাবের কৃষকরা ফসল ও চাষজমি হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটে পড়েছে দুর্গত মানুষ। এই দুঃসময়ে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বলিউড তারকারা।
তাদের মধ্যে শাহরুখ খান এগিয়ে এসেছেন সবচেয়ে বড় উদ্যোগ নিয়ে। তার প্রতিষ্ঠান মীর ফাউন্ডেশন অমৃতসর, পাতিয়ালা, ফাজিলকা ও ফিরোজপুর জেলার প্রায় ১,৫০০ পরিবারকে দত্তক নিয়েছে। স্থানীয় এনজিও ভয়েস অব অমৃতসর–এর সহায়তায় ওষুধ, খাদ্যসামগ্রী, স্যানিটেশন পণ্য, মশারি, ত্রিপল ও বিছানাসহ জরুরি প্রয়োজনীয় জিনিস সরবরাহ শুরু করেছে তারা।
নারীর ক্ষমতায়ন ও অ্যাসিড আক্রান্ত নারীদের পুনর্বাসনে কাজের জন্য পরিচিত এই ফাউন্ডেশন কোভিড মহামারির সময়ও হাসপাতালের বেড, অক্সিজেন সিলিন্ডার ও রেশন সরবরাহ করেছিল। এবার পাঞ্জাবের দুর্গতদের জন্য নতুন উদ্যোগে আলোচনায় এসেছে প্রতিষ্ঠানটি।
শাহরুখের পাশাপাশি সালমান খান, সোনু সুদ, অক্ষয় কুমার, আলিয়া ভাট ও দিলজিৎ দোসাঞ্জও ত্রাণ কার্যক্রমে যুক্ত হয়েছেন। সালমানের ‘বিইং হিউম্যান’ উদ্ধারকারী নৌকা পাঠিয়েছে এবং ক্ষতিগ্রস্ত গ্রামগুলোকে দত্তক নেয়ার ঘোষণা দিয়েছে। সোনু সুদ নিজ পরিবারকে নিয়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলে ত্রাণ বিতরণ করছেন।
কর্মকর্তাদের তথ্যমতে, ১৯৮৮ সালের পর এটি পাঞ্জাবের সবচেয়ে ভয়াবহ বন্যা। ইতিমধ্যেই ২৩ জেলার ৩ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং এক হাজার ৬৫৫টি গ্রাম প্লাবিত হয়েছে।