ইরান-সমর্থিত হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধির প্রেক্ষাপটে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী নতুন হুমকি উচ্চারণ করেছেন।
গত সপ্তাহে প্রধানমন্ত্রী আহমেদ গালেব আল-রাহাবি ও বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার হত্যার প্রতিশোধ নিতে ইয়েমেনি হুতিরা আবারও আক্রমণ শুরু করেছে।
হিব্রু ভাষায় এক্সে লেখা বার্তায় প্রতিরক্ষামন্ত্রী কার্টজ বলেন, “হুতিরা ইসরাইলের দিকে আবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। এটি অন্ধকারের মহামারী। কিন্তু আমরা দশটি মহামারীই সম্পন্ন করব।”
বাইবেলের এক্সোডাস বই অনুসারে, মিশরের ফারাওকে দাসত্বপ্রাপ্ত ইসরাইলিদের মুক্ত করতে বাধ্য করতে ঈশ্বর যে দশটি মহামারি পাঠিয়েছিলেন, সেই ঘটনাকেই ইঙ্গিত করেছেন তিনি।
বৃহস্পতিবার ইসরাইলি সেনাবাহিনী জানায়, ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলের বাইরে আঘাত হেনেছে। এর আগের দিন দুটি হুতি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কথাও জানানো হয়।
এছাড়া, সোমবার লোহিত সাগরে ইসরাইলি মালিকানাধীন ট্যাংকার স্কারলেট রে-তে হামলার দায় স্বীকার করে হুতিরা।
২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে তারা ইসরাইলের বিরুদ্ধে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হুতিদের দাবি—এটি ফিলিস্তিনিদের সমর্থনে পরিচালিত প্রতিরোধ।
সূত্র: আল জাজিরা