আফগানিস্তানে রোববার (৩ সেপ্টেম্বর) এক শক্তিশালী ৬ মাত্রার ভূমিকম্পে অন্তত ২,২০৫ জন নিহত এবং প্রায় ৩,৬৪০ জন আহত হয়েছেন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুনার প্রদেশে প্রায় ৯৮ শতাংশ ভবন ধ্বংস হয়েছে।
সংস্থাগুলো জানিয়েছে, ভূমিকম্পে প্রায় ৮৪,০০০ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে গৃহহীন অবস্থায় পড়েছেন। যারা বেঁচে গেছেন, তাদের জন্য অনিশ্চিত ভবিষ্যত অপেক্ষা করছে।
তালেবান প্রশাসন ক্ষতিগ্রস্ত পূর্বাঞ্চলীয় পাহাড়ি এলাকায় উদ্ধার ও অনুসন্ধান অভিযান অব্যাহত রেখেছে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২,২০৫ জনে দাঁড়িয়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
কুনার প্রদেশের একজন বাসিন্দা আলেম জানিয়েছেন, “আমাদের যা কিছু ছিল সব ধ্বংস হয়ে গেছে।” তিনি পিঠের উপর একটি ব্যাগ দেখিয়ে বললেন, “এই কাপড়গুলোই আমাদের বাকি আছে।” তার পরিবার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র গাছের নিচে স্তূপ করে রেখেছিল।
ভূমিকম্পের কেন্দ্র ১০ কিমি (৬ মাইল) গভীরতায় ছিল। এতে কুনার ও নাঙ্গারহার প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ধ্বংসযজ্ঞ হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৬,৭০০ বাড়িঘর ধ্বংস হয়েছে। জাতিসংঘ সতর্ক করে দিয়েছে, অনেক সময় পেরিয়ে যাওয়ায় জীবিতদের উদ্ধারের আশা কমে আসছে।
আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিজ ফেডারেশন মানবিক চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে বলেছে। ব্রিটিশ-ভিত্তিক দাতব্য সংস্থা ইসলামিক রিলিফ ওয়ার্ল্ডওয়াইড জানিয়েছে, কুনার প্রদেশের সবচেয়ে ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে প্রতি তিনজনের মধ্যে দুজন নিহত বা আহত হয়েছে।
ভূমিকম্পের কারণে আহত ও বাস্তুচ্যুত মানুষদের জন্য জরুরি সহায়তা এবং পুনর্বাসনের তাগিদ জোরদার করা হয়েছে।
সূত্র: রয়টার্স