বাংলাদেশে এখন ঘরে বসেই অনলাইনে জমির তথ্য খোঁজা এবং খতিয়ানের সার্টিফায়েড কপির জন্য আবেদন করার সুযোগ রয়েছে। শুধুমাত্র দাগ নম্বর ব্যবহার করেই জমির পরিমাণ, খতিয়ান নম্বর ও মালিকানা সম্পর্কিত তথ্য জানা সম্ভব।
এর জন্য প্রথমে eporcha.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর “খতিয়ান অনুসন্ধান” অপশনে গিয়ে বিভাগ, জেলা, উপজেলা ও মৌজা নির্বাচন করে খতিয়ানের ধরন (যেমন, আরএস) নির্ধারণ করতে হবে।
প্রয়োজন অনুযায়ী “আবেদন করুন” বাটনে ক্লিক করে জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্মতারিখ, মোবাইল নম্বর, ইমেইল ও ঠিকানা দিয়ে আবেদনপত্র পূরণ করতে হয়। অনলাইন পেমেন্ট সম্পন্ন করার পর নির্ধারিত সময়ে আবেদনকারীর কাছে খতিয়ানের কপি সরবরাহ করা হয়।