কখনো খেয়াল করেছ কি, ছেলেদের শার্টে বোতাম থাকে ডান দিকে, আর মেয়েদের শার্টে বাঁ দিকে? প্রথম দেখায় মনে হতে পারে, হয়তো বানানোর সময় কোনো ভুল হয়েছে। কিন্তু আসলে এটি কোনো ভুল নয়—বরং শত শত বছরের পুরোনো একটি প্রথা, যা এখনও চলমান। আমরা শুধু আগে খেয়াল করিনি।
অনেকে ধরে নেন, বিষয়টি বাঁ-হাতি বা ডান-হাতি হওয়ার সঙ্গে যুক্ত। কিন্তু সত্যটা তা নয়। কারণ, পৃথিবীর বেশির ভাগ মানুষই ডানহাতি। ছেলেদের ও মেয়েদের শার্টে বোতাম বিপরীত দিকে থাকার পেছনে রয়েছে ইতিহাস আর পুরোনো দিনের পোশাক–পরিচ্ছদের ধরন।
ইতিহাসে দেখা যায়, পুরুষেরা সাধারণত নিজেরাই পোশাক পরতেন। তাঁদের পোশাকও ছিল তুলনামূলক সহজ—যেমন কোমর কোট, প্যান্টালুন, গেটার বা উলের জ্যাকেট। যেহেতু অধিকাংশ মানুষ ডানহাতি, তাই বোতামগুলো ডান দিকে রাখা হতো যাতে সহজে খোলা-লাগানো যায়। ফলে পুরুষেরা স্বাচ্ছন্দ্যে নিজেদের শার্ট পরতে পারতেন।